বিশ্ব মা দিবসে বরিশালে অসহায় মায়েদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০ জন মায়ের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার হিসেবে ছিল-শাড়ি, দুধ, চিনি, সেমাই, খেজুর।
বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন-জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপ-পরিচালক) দিলারা খানম, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: নাজমূল হুদা, সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সুব্রত বিশ্বাস দাস, সমাপ্তি রায় প্রমুখ।
(Visited ১ times, ১ visits today)