বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও এপেক্স বাংলাদেশ জেলা-৫ এর গর্ভনর (ডিজি) মোঃ আদনান হোসেন অনি’র ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৯ মে রবিবার বিকালে তার নিজ বাস ভবনে স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল অফিসিয়াল এপেঃ কমল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সভাপতি চন্দন কুমার দাস,বরিশাল এপেক্স ক্লাবের জুনিয়র সভাপতি ও জেলা ৫ এর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম সাব্বির, রাহাত শিকদার সোহান, খান মিরাজ, শিকদার আব্দুল্লাহ জিতু, জিহাদুল ইসলাম রিজভী, জাহিদুল ইসলাম রাব্বি, মোঃ জিহাদুল ইসলাম নাঈম, মোঃ তাজ, দেবরাজ দত্ত ডোনা, মফিজুর রহমান অনিক,মোঃ সিদ্দিকুর রহমান, জীবন হায়দার, জনী, অপু, দিপ্ত, বাপ্পি, দিগন্ত, প্রমূখ। ইফতারের পূর্ব মুহূর্তে অনির দাদা দাদু, নানা নানু, বাবা, আত্মীয় স্বজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
(Visited ৩০ times, ১ visits today)