৫ মে বুধবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় বিসিক উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদসহ শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এসময় বরিশাল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় ২৮ জন বিসিক উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রণোদনা ঋণের চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
(Visited ১ times, ১ visits today)