নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাস সংক্রমণে পবিত্র মাহে রমজানে হতদরিদ্র অসহায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর পক্ষে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার সামগ্রী বিতরণ করেন।
বুধবার (৫ মে) বিকেলে শহরের নথুল্লাবাদ, জিয়া সড়ক ও কাজীপাড়া এলাকার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মাহিদুর রহমান মাহাদ, আলফাজ, জুবায়ের, রাহাদ, রিদয় সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বলেন, লকডাউন চলাকালে অসহায় মানুষগুলো কিছুটা বিপাকে পড়েছেন। তাই অসহায় মানুষগুলোর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে পাসে দাড়িয়েছি।
তিনি আরও বলেন, শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
(Visited ৫ times, ১ visits today)