বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যারা জনগনকে আগুন দিয়ে পোড়াবে, জনগনই তাদের প্রতিহত করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ৩, ২০১৬ ৯:৪৩ অপরাহ্ণ
যারা জনগনকে আগুন দিয়ে পোড়াবে, জনগনই তাদের প্রতিহত করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

pm_bd> জাতীয়>           রিপোর্ট : জাকারিয়া আলম দিপু

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেএী শেখ হাসিনা জাতীয় চার নেতার স্মরনসভায় অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর মূল কাজ ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা|কোন ভাবে যেন স্বাধীনতার পক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে|আগুন দিয়ে মানুষ পোড়ানো ও সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন যারা জনগনকে পোড়াবে তাদের কে জনগনই প্রতিহত করবে|টানা ৯২ দিনের আন্দোলনের প্রসঙ্গ এ বলেন,তখন বেগম জিয়া সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না|কিন্তু তা পারেন নি|কারন জনগন তাদেরকে প্রতিহত করেছে|ভবিষ্যতেও তাদেরকে করবে|প্রধানমন্ত্রী আরো বলেন,আমরা একটা কথা বিশ্বাস করি আমরা স্বাধীনতা এনেছি|এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে আমাদের|বঙ্গবন্ধু ও চার নেতা হত্যা করে ভেবে ছিল আওয়ামী লীগ এর নাম মুছে ফেলবে|কিন্তু পারেনি।কারন এদেশের মাটি ও মানুষের কথা বলার মধ্যদিয়ে আওয়ামী লীগ চলে|প্রধানমন্ত্রী বলেন,আমাদের সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আছে বলে দেশ আজ বিশ্বের বুকে মাথা তুলতে পারে|আজ বাংলাদেশ যে কোন চ্যালেঞ্জ নিতে পারে।তার প্রমান নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ চলছে।বিশ্বের বুকে আজ আমরা উন্নয়নের রোল মডেল|তিনি আরো বলেন, দেশের ছেলেরা এিকেটে ভাল করছে দিনের পর দিন|পাচঁ দিনের টেষ্ট ম্যাচ মাএ তিন দিনে জিতে যায়|কিভাবে হুংকার দিয়ে বিজয় আনতে পারে|এটা তারই নমুনা|এছাড়া আরো বলেন, কেন আজ বেগম জিয়ার ভূল সিধান্তের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে জনগন|কেন জনগনকে তার ভূলের খেসারত দিতে হবে|
আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে স্মরনসভায় এসব কথা বলেন তিনি|আরো উপস্থিত ছিলেন,সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরি,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ড. আব্দুর রাজ্জাক|সভায় পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ|

 

 

 

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি