বর্তমানে গৃষ্ম কালীন মৃত্যুর অসহ্য গরম অনাবৃষ্টির দারুন অসচেতনতার কারণে লোকজনের ডায়রিয়া আমাশয় কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল তারিখ রবিবার দুপুর ১২ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডায়রিয়া রোগীদের মাঝে আইভি বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এর সৌজন্যে ৬ পদাতিক ব্রিগেড ৬২ ইস্ট বেঙ্গল এসার্বিক ব্যবস্থাপনায় বর্তমানে করোনা পরিস্থিতি তে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডায়রিয়া রোগীদের মাঝে ১০০০ প্যাকেট আইভি স্যালাইন বিতরণ এবং উপজেলার বিভিন্ন স্থানে সর্বসাধারণের মাঝে বিনামূল্যে নিরাপদ খাবার পানি বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্টবেঙ্গল ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্য সরোজমিনে উপস্থিত থেকে অক্লান্ত পরিশ্রমের করে নিরাপদ খাবার পানি এবং আইডি স্যালাইন বিতরণ করেন।
(Visited ২ times, ১ visits today)