শামীম আহমেদ ॥ লকডাউনে ত্রাণ ও রেশনের দাবীতে বরিশাল নগরীতে রিক্সা মিছিল বের হয়। নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে আজ শনিবার (১৭) এপ্রিল বেলা ১১টায় শ্রমিকদের নিয়ে এই মিছিল বের করে বাসদ বরিশাল জেলা কমিটি।
এসময় শ্রমিকরা বলেন, গেল বছরের লকডাউনের সময় তারা বেশ ত্রাণ পেয়েছিলেন। তবে এবার ত্রাণ দেওয়া হচ্ছেনা। এখন তাদের বাঁচার প্রয়োজনের রিক্সা নিয়ে বের হলে প্রশাসনের বাঁধার সম্মুখিন হতে হয়। এ জন্য ত্রাণ ও রেশনের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে দিন মজুরেরা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে এই লকডাউন কার্যকর হচ্ছেনা।
শ্রমিকদেও জন্য ত্রাণ ও রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবীতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমন,নিলিমা জাহান, শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। পরে ইঞ্জিন চালিত শতাধিক রিকসা, ভ্যান নিয়ে মিছিল করে।