১৪ এপ্রিল তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৫৯১৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ১৪ এপ্রিল তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ১২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৫০৫১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ১৪ এপ্রিল এ জেলায় করোনা আক্রান্ত হয়ে উজিরপুর উপজেলার ও সিটি কর্পোরেশন এলাকার ০২ জন ব্যক্তি মৃত্যুবরণ তথ্য করেছেন। অদ্যাবধি এ জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৪৯ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বাবুগঞ্জ উপজেলার ০২ জনসহ মোট ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকেও সুস্থ রাখি।