রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিসিকের প্রণোদনার ৫০ কোটি টাকার ঋণ বিতরণ জুনের মধ্যেই

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৪, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অনুকুলে আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত বিশেষ অনুদান বাবদ বরাদ্দকৃত ৫০ কোটি টাকার ঋণ ৩০ জুনের মধ্যে বিতরণের তাগিদ দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

তিনি বলেন, আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বিসিকের অনুকূলে বরাদ্দকৃত একশো কোটি টাকার ঋণ তহবিলের মধ্যে বিশেষ অনুদান বাবদ ৫০ কোটি টাকা পাওয়া গেছে। প্রাপ্ত অর্থ ৩০ জুনের মধ্যে বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। তাতে ব্যর্থ হলে অবশিষ্ট বরাদ্দকৃত ঋণ তহবিল পাওয়া যাবে না।

জানা গেছে, বিসিক প্রধান কার্যালয় থেকে রোববার (৪ এপ্রিল) সারাদেশে আঞ্চলিক কার্যালয় ও বিসিক জেলা কর্যালয়সমূহে এ ঋণ যথা সময়ে বিতরণের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শতভাগ ঋণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে।

বিসিকের এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৪ শতাংশ। ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ১৮টি মাসিক সমান কিস্তিতে সর্বোচ্চ দুই বছরে এ ঋণ শোধ করতে পারবেন বিসিকের উদ্যোক্তারা।

এদিকে বিসিকের ওই চিঠিতে বলা হয়েছে, বিসিক জেলা কার্যালয়গুলোকে বিনা ব্যর্থতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে। আর্থিক প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের তথ্য (সংযুক্ত ছক মোতাবেক) পাক্ষিকভাবে প্রধান কার্যালয়ের প্রেরণ করতে হবে। যেসব জেলা কার্যালয় ঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থ হবে সেসব জেলা কার্যালয় প্রধানের বার্ষিক ইনক্রিমেন্ট, প্রমোশন ও অন্যানা সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনায় আনা হবে।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি