জবি প্রতিনিধি.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কাউন্সিলের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিনকে সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী রনিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি নির্বাচিত করেছেন সংগঠনের কাউন্সিলরা। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রিয় সভাপতি লাকী আক্তার।
বৃহস্পতিবার রাত ৮টায় গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় সভাপতি লাকী আক্তারের উপস্থিতিতে এবং বিগত কমিটির সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- রাকিবুল রওশন (সহসভাপতি), অভি চৌধুরী পার্থ (সহসভাপতি), তানভির মাহমুদ তানিম (সহসভাপতি), আসানুজ্জামান হৃদয় (সহকারি সাধারণ সম্পাদক), মিফতাহ আল ইহসান তুর্য (সাংগঠনিক সম্পাদক), নাহিদ ফারজানা মিম (কোষাধ্যক্ষ), এস এন জুনায়েদ (দফতর সম্পাদক), শ্যামলী রায় বৈশাখী (শিক্ষা ও গবেষণা সম্পাদক), জহুরুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), কে এম মুত্তাকী (সাংস্কৃতিক সম্পাদক), জান্নাতুল ফেরদৌস সৃষ্টি (সমাজকল্যাণ সম্পাদক), আল আমিন (সদস্য), শুভ সাদিক (সদস্য), ইশা খাঁ (সদস্য), সুকান্ত চন্দ্র দাস (সদস্য)। বাকি দুটি সদস্যপদ পরবর্তী যেকোনো কমিটি সভায় পূরণ করা হবে।
এর আগে বুধবার ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে ‘জ্ঞানে খুঁজি দ্রোহের দিশা’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ২৬ তম সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাপ্তাহিক শিক্ষাবার্তার সম্পাদক অধ্যাপক এ এন রাশেদা।
রুহুল জবি সংসদ ছাত্র ইউনিয়নের বিদায়ী কমিটির দফতর সম্পাদক ও রনিয়া সুলতানা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।