আয় বন্ধুরা ফিরে আয়,সবুজ মাঠের সেই বিদ্যালয়ে’ এমন স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় বিদ্যালয়ের অডিটরিয়মে সিসটার্স ডে সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রাক্তন ৭১ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলার কার্যক্রম কেক কেটে শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় আগামী ৮ই ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে মিলন মেলা উদযাপন করা হবে। এই মিলন মেলায় বিদ্যালয়ের সকল ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠানটি আয়োজন করে ৭১ ব্যাচের ছাত্র মোঃ আক্তার হোসেন ও ৮৭ ব্যাচের ছাত্র মোঃ আদনান হোসেন অনি।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রাপ্তন ছাত্র এ্যাডঃ কাজী মুনিরুল হাসান, মাহবুব মোর্শষেদ শামীম, শাহীন সরদার, কমল দাস শুভ, মাহিদ খান, অসীম মিত্র, মোঃ রেজাউল ইসলাম সাব্বির, সোহান, মামুন, জিহাদুল ইসলাম রিজবী প্রমুখ।
(Visited ৮ times, ১ visits today)