মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এরপর বাংলাদেশ ব্যাংকের গেটের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করে। সেখানে আহত কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসান রাজি ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ৩০তলা ভবনের ১৩ ও ১৪ তলায় (বৈদেশিক মূদ্রানীতি বিভাগ ও অফসাইট সুপার ভিশন বিভাগ) আগুন লাগে।