রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আরও ৩৯ হাজার ৮৪৩ জন করোনা টিকা নিলেন

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৪, ২০২১ ৫:৪১ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৫৯ ও নারী ১৭ হাজার ৮৪ জন।

টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন একজন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১০ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ ও নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন।

টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন মোট ৯৩৭ জন। টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮ জন।

শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৮৪ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৪০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৮৪০ জন, রাজশাহীতে পাঁচ হাজার ২১৩ জন, রংপুর বিভাগে চার হাজার ৬০০ জন, খুলনা বিভাগে দুই হাজার ৩১১ জন, বরিশাল বিভাগে ৯৮১ জন এবং সিলেট বিভাগে এক হাজার ৭১১ জন টিকা নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগরীতে দ্বিতীয় ১০টি টিকা দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় দফার টিকা দেয়ার কথা রয়েছে।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি