হযরত কায়েদ ছাহেব হুজুর রহ-এর (নেছারাবাদ কমপ্লেক্সের) প্রতিষ্ঠান বাংলাদেশ হিযবুল্লাহ জমিরাতুল খানকায়ে মুছলিহীন বরিশাল জেলা ও মহানগরের নির্ধারিত মাসিক জলছা ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল মহানগর মুছলিহীনের সভাপতি ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
শুক্রবার(০২ এপ্রিল ) বাদ মাগরিব সদর রোড অনামী লেন বরিশাল জেলা ও মহানগরের প্রধান কর্যালয় মাসিক জলছা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সে-সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুছলিহীনের প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগর মুছলিহীনের শাখার সাধারণ সম্পাদক লিমন, হাফেজ মোঃমহিউদ্দিনসহ জেলা ও মহানগর মুছলিহীনের নেতাকর্মীরা।
আগমী ২৮ এপ্রিল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ (নেছারাবাদ) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রতিটি জেলা ও মহানগরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
(Visited ৪ times, ১ visits today)