তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (০২ এপ্রিল) চট্টগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
সে সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা দেশকে উন্নত করতে চাই। বস্তুগত উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র উন্নত হবে, উন্নত হবে সমাজও। যেখানে থাকবে মানবিকতা, মূল্যবোধ, দেশত্মবোধ ও মমত্ববোধ।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, রাঙ্গুনিয়া পৌর মেয়র মো. শাহজাহান সিকদার প্রমুখ।
(Visited ৩ times, ১ visits today)