মহামারি করোনা ভাইরাসের কারনে রাজধানীতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করছে৷ যে কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এই দুর্ভোগ দূর করতে ৬০টি বাস দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
শুক্রবার (২ এপ্রিল) বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মুঠোফোনে এই তথ্য জানান।
বিআরটিসির চেয়ারম্যান জানান, রাজধানীবাসী গত দুই দিন ধরে গণপরিবহন সংকটে পড়ায় দুর্ভাগ পোহাতে হচ্ছে। তাই ৬০টি বিআরটিসি বাস দেওয়া হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তিনি বলেন, ‘এই বাসগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবহার করা হতো। এখন সাধারণ যাত্রী চলাচলের জন্য নামানো হচ্ছে।’
মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘ঢাকার রাস্তায় ইতোমধ্যে কিছু ডাবল ডেকারের বাস চলাচল করছে৷ বাকিগুলো আগামী রোববারের (৪ এপ্রিল) মধ্যে নামানো হবে।’
(Visited ২ times, ১ visits today)