“জাগছে নতুন পৃথিবী-উদ্যমী আমরাও” প্রতিপাদ্য নিয়ে নতুন ধারার জাতীয় দৈনিক আমাদের সময়’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হয়।
বুধবার বিকাল ৪টায় বরিশাল ব্যুরো প্রধান আল মামুনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বরিশাল বিভাগীয় সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম জাকির হোসেন, প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক খান রুবেল, দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন, দৈনিক দখিনের মুখ পত্রিকার বার্তা সম্পাদক আরিফিন তুষার, এম. রহমান এজেন্সির সত্ত্বাধীকারী হারুন অর রশীদ, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, একুশের আলো ডটকম এর সম্পাদক সহকারী অধ্যাপক জিএম খালেদ, বরিশাল মেডিকেল জার্নলিষ্ট এ্যসোশিয়েশনের সভাপতি খান আব্বাস দৈনিক বরিশালের আলো পত্রিকার বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, দৈনিক আজকের তালাশ পত্রিকার বার্তা সম্পাদক মো. মজিবর রহমান নাহিদ, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আলম, সাবেক সাধারণ সম্পাদক সরদার এম জুলফিকার, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার সহ সকল সদস্যবৃন্দ।