রির্পোটঃ মোঃ আসাদুজ্জামান.
টেক রিপোর্টার.
টুইটারে সক্রিয় আছে বিএনপি। বেগম খালেদা জিয়া তার অনুসারীদের উদ্যেশ্যে টুইট করছেন নিয়মিত। ২৪০০০ এর বেশী ফলোয়ার ছাড়িয়ে গেছে বেগম খালেদা জিয়ার টুইটার এ্যাকাউন্টে। যদিও এই এ্যকাউন্টটি নিয়ে অনেকের মধ্যেই আসল কিংবা নকল এর সন্দেহ ছাড়েনি। কারন বেগম খালেদা জিয়া’র নামে টুইটারে অনেক এ্যাকাউন্ট খুজলে পাওয়া যাবে।
তবে অনেকেই মনে করছেন টুইটারে @BegumZiaBd এ্যাকাউন্টটি বেগম খালেদা জিয়ার। যদিও এই টুইটার এ্যাকাউন্টটি টুইটার কর্তৃক ভেরিফাইড নয়।
বেগম জিয়ার টুইটারে যাত্রাপথের প্রথম টুইটটি ছিল বাংলা ও ইংরেজিতে ‘প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বান— আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি।’ আর এখন পর্যন্ত তার এ্যাকাউন্টটিতে ৮৪ টি টুইট দেখা যায়। বেগম খালেদা জিয়ার দেয়া টুইটে তার অনুসারীরা সাড়াও দিচ্ছেন। তার দেওয়া টুইট রিটুইট করে খুব সহযেই নেতাকর্মী বা অনুসারীরা বিএনপির বার্তাসমূহ সবার সাথে শেয়ার করছেন। বেগম জিয়া তার অধিকাংশ টুইটে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করছেন #BegumZia #BNPBangladesh এবং টুইটারে এই হ্যাশট্যাগ দিয়ে খুজলে বিএনপি ও বেগম খালেদা জিয়ার দেওয়া টুইট সমূহ চলে আসে। তা্ই বলা যায় যোগাযোগ মাধ্যম টুইটারে বিএনপির অবস্থান সক্রিয়।