বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বরিশালের উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ বরিশালের উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় কমাতে সকলকে একযোগে কাজ করতে হবে। মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের সচেতনা বৃদ্ধির পাশাপাশি মানতে হবে আইনের বিধান।
এছাড়াও জেলা ও উপজেলা সড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে আধুনিক ব্যবস্থা প্রবর্তণ ও অবৈধ যান উচ্ছেদের ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।