রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার সহযোগী আরমানকেও (৪৪) গ্রেফতার করা হয়।
রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজার বাসা থেকে নিপুণ রায় ও তার সহযোগী গ্রেফতার হন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়।
নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে নিপুণ রায়ের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। উদ্বেগের কথা জানিয়ে দলটির দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।