নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের বদলির আদেশ হয়ে গেছে। তবে যে কয়দিন আছেন সে সময়ে দায়িত্ব পালনে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না তিনি।
শনিবার (২৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেল এমন চিত্র।
পূর্ব ঘোষণা অনুযায়ী সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে নামেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। তারা প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে হেলমেট পরে হাজির হন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য।
(Visited ১ times, ১ visits today)