বরিশাল জিলা স্কুল মাঠে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রো পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই দেশে যত বড় বড় উন্নয়ন সব কিছু হয়েছে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রতিমন্ত্রী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, পদ্মা সেতু এবং পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন যজ্ঞ চলছে সে তুলনায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন হচ্ছে না। মন্ত্রণালয় থেকে প্রকল্প পাশ না হওয়ায় অর্থ বরাদ্দ আসছে না। উন্নয়ন ব্যর্থতার দায়ভার মেয়র হিসেবে তার উপর বর্তায়। তিনি নগরীর উন্নয়নে শেষ রক্তবিন্দু পর্যন্ত নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের সকল বিভাগের সহযোগিতায় আজ শুরু হওয়া ২ দিনব্যাপী উন্নয়ন মেলা আগামীকাল রোববার শেষ হবে। মেলায় ১৪০টি স্টলের মধ্যে ১১০টিতে সরকারের বিভিন্ন দপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেছে।