রবিবার , ২৮ মার্চ ২০২১ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হেফাজতের হরতালে গণপরিবহন চলবে : মালিক সমিতি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৮, ২০২১ ৫:০৬ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলি এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজত ইসলামের ডাকা ২৮ মার্চের হরতাল উপলক্ষে আলোচনা করার জন্য আজ (২৭ মার্চ) দুপুর ১২টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, ‘আমরা পরিবহন ব্যবসায়ী। হরতাল হলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এভাবে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। ’

এসময় পরিবহন নেতারা হরতালে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, হরতালের দিন ঢাকা ও শহরতলি রুটে বাস-মিনিবাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটেও যান চলাচল করবে।

সভায় হেফাজতে ইসলামের হরতালের দিন যান চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরত পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।

খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি