রিপোর্ট ঃজাকারিয়া আলম দিপু
বরিশালের মানুষের প্রাণের গ্রুপ Barisal Problem & Prospect – বরিশাল সম্যাসা ও সম্ভাবনা।গ্রুপটি বরিশালের সম্যাসা গুলো সমাধান করে তেমনি করে বরিশালের সম্ভাবনার কথা বলে চলছে অবিরাম।বরিশালসহ দক্ষিণাঞ্চলে ধান চাষের নতুন সম্ভাবনা কথা পৌছে গেছে আমাদের কাছে।সম্ভাবনার কথাটি গ্রুপ Barisal Problem & Prospect – বরিশাল সম্যাসা ও সম্ভাবনা পোষ্ট করেন বরিশালের জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান|
বরিশালের জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান বিপিপি গ্রুপে ১৯-১১-২০১৬ তারিখে বরিশালে একটি সম্ভাবনার কথা তুলে ধরে। পোষ্টটি হলোঃ
একটি সম্ভাবনার কথাঃ-
বরিশালসহ দক্ষিণাঞ্চলে ধান চাষের নতুন সম্ভাবনা…
ধান, নদী, খালের জেলা বরিশালে কীর্তনখোলা নদীর পাড়ে চরবদনায় ৭৫ একর ভূমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের কৃষি খামার পরিদর্শন, ধান কর্তন ও বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) সৈয়দা আফরোজা বেগম, বিশেষ অতিথি যুগ্মসচিব (উপকরণ) বেগম সেলিনা আক্তার বানু, ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রাণী বণিক ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলমগীর হোসেন, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
সম্ভাবনার কথা হলো:
# এখানে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতির উপযোগী ১২ প্রকারের নতুন জাতের ধান ও ধানের বীজ প্রথমবারের মত উৎপাদিত হয়েছে।
# গড় উৎপাদন বিঘা প্রতি ২০ মন।
# উৎপাদিত ধানের মাঝে বিআর ২২: বন্যা প্রবণ এলাকায় চাষযোগ্য, বিআর ২৩: বন্যা পরবর্তী নাবী আমন হিসেবে চাষডোগ্য, বিআর ৩৪: সুগন্ধি ও কালিজিরা ধানের মত পোলাও তৈরির উপযোগী, ব্রি ৪১: মজবুত গাছের ধান, ব্রি ৪৪: জোয়ার ভাটা এলাকার উপযোগী, ব্রি ৪১: জীবনকাল কম ও ফলন বেশি, ব্রি ৫৩: আগাম উৎপাদনযোগ্য ও লবন সহনশীল, ব্রি ৫৪: আগাম জাত ও লবন সহনশীল, ব্রি ৬২: সবচেয়ে আগাম জাত, ব্রি ৭১: অধিক ফরনশীল ও জিঙ্ক সমৃদ্ধ, ব্রি ৭৩: লবন সহনশীল, ব্রি ৭৫: কাণ্ড শক্ত, ব্রি ৭৬ ও ব্রি ৭৭: জোয়ার ভাটায় মাথা ভেসে থাকে এবং পানির চাপেও গাছ বেঁচে থাকে, ব্রি ৭৮: লবণাক্ততা সহনশীল ও জোয়ারভাটা এলাকায় চাষের উপযোগী।
# বরিশাল জেলায় এসব ধানের সফল চাষ হলে বর্তমানে উদ্বৃত্ত ২৮ হাজার মেট্রিক টন ধান থেকে বছরে বরিশাল জেলায় এক লক্ষ মেট্রিক টন ধান উদ্বৃত্ত হবে।
ধান উৎপাদনের এই নতুন সম্ভাবনার জয় হোক।
বরিশাল
১৯.১১.১৬