স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের কর্মবিরতি বরিশাল: দুই মাসের বকেয়া বেতনসহ মাসিক নিয়মিত বেতন প্রদান, প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করার দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) বিক্ষোভ করেছে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী তারা নিজ নিজ কর্মস্থল ছেড়ে কর্পোরেশন ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে বকেয়া বেতনের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময়ে যারা কর্পোরেশনে বিভিন্ন সেবা নিতে আসেন তারা ভোগান্তিতে পড়েন। তবে এ জন্য কর্মকর্তা-কর্মচারীরা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে দায়ী করেন। সিটি কপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক চন্দ্র মৃধা জানান, ৫ শতাধিক নিয়মিত স্টাফ গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন না। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা হচ্ছে না। মঙ্গলবার সকালেও প্রতিকী কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে আগামী সোমবারের মধ্যে বেতন পরিশোধ না করা হলে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলে জানান দীপক চন্দ্র। অন্যদিকে দৈনিক মজুরি ভিত্তিতে সাড়ে ৫শ’ শ্রমিক একই সমস্যায় রয়েছেন, যারা আলাদা কর্মকসূচি পালন করছেন। তবে তারাও নিয়মিতদের সাথে একত্মতা প্রকাশ করবেন বলে জনা গেছে।