শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত‌্যু

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৬, ২০২১ ১:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত‌্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত‌্যু। এ নিয়ে করোনায় মারা গেলেন ৮ হাজার ৭৯৭ জন বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৫ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ২০ ডিসেম্বর। সেদিন ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা গত বছরের জুলাই মাসের পর গত মঙ্গলবার (২৩ মার্চ) প্রথমবারের মতো সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়। গত বছরের ১৬ জুলাই মাসে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরের ১৮ মার্চ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি