র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি সদ্যবিদায়ী লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।
আল মঈন ৪৫তম বিএমএ লং কোর্স নৌবাহিনীতে কমিশন লাভ করেন। নৌবাহিনী বিভিন্ন সময় ছোট ও মাঝারি জাহাজের অধিনায়ক এবং নৌ গোয়েন্দা অধিদপ্তরের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি র্যাব সদর দপ্তরে যোগাযোগ ও এমআইএস পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।
তিনি ২০০৭ থেকে ১০ সাল পর্যন্ত র্যাবের গোয়েন্দা শাখার উপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সুদান, দারফুকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও দ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
(Visited ২ times, ১ visits today)