ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে গত ১৮ মার্চ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষক মাইনুদ্দিনের একমাত্র সম্বল স্ব-মিলটি।
১৮ মার্চ মধ্যরাতে হঠাৎ আগুনের লেলিহান শেখায় সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় স্ব-মিলটি। এতে স্ব-মিলটির ইঞ্জিন বসতিস্থাপন ও অন্যান্য সরঞ্জামগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
ঘটনার পর ১৯ মার্চ ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মাইনুদ্দিন। জিডি নম্বর-১০১০।
ভুক্তভোগী মাইনুদ্দিন আগুনের ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি করে জানান, ব্যবসায়িক কোনো কারনে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা এ আগুন দিয়েছেন।
(Visited ১ times, ১ visits today)