রির্পোটঃএইচ আর হীরা.
ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বরিশাল: বরিশালে ফিরোজা-আমু গ্রন্থাগার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ গ্রন্থাগারের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, আগে পাড়া-মহল্লায় লাইব্রেরি-পাঠাগার ছিলো, যেখানে বই পড়ে জ্ঞান অর্জন করা যেতো। খেলার মাঠ ছিলো, যেখানে খেলাধুলা করার সুযোগ ছিলো। কিন্তু আজকের দিনে আগের সে অবস্থা না থাকায় ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সরকারের ইতিবাচক মনোভাবের কারণে পাঠাগার এবং জিমনেসিয়াম স্থাপনসহ নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বিদ্যালয় কার্যকরী পরিষদের সভাপতি মো. আলমগীর হোসেন খান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন
(Visited ১ times, ১ visits today)