শামীম আহমেদ ॥ জলবায়ূ পরিবর্তনের দাবীতে বরিশালে মৌন মানববন্ধন ও র্যালি করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস ও ইয়ূত সদস্যরা। আজ শুক্রবার (১৯) সকাল সাড়ে ১১ টায় নগরীর সদররোড সড়কে এ কর্মসূছি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সবাপতি মনিরুল আলম স্বপন খন্দকার ও ইয়ূত টিম লিডার শামানা আক্তার প্রমুখ।
এর পর্বে তারা কয়েকটি সড়কে মৌন র্যালি র্যালি করে পরে অশি^নী কুমার টাউন হল চত্বরে এসে শেষ করে।
(Visited ১ times, ১ visits today)