বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন তিনি। এতে রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার (১৭ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, গত তিন-চার দিন ধরেই তার জ্বর ছিল। এর মধ্যে বুধবার হাসপাতালে সিটি স্ক্যানের জন্য গেলে সেখানে করোনা টেস্টেরও নমুনা দেয়া হয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এখনও রিজভীর শরীরে প্রচণ্ড জ্বর। মুখে রুচি নেই। এছাড়া অন্য কোনো লক্ষণ নেই।
সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী।
(Visited ৭ times, ১ visits today)