মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : মানিক মিয়া অ্যাভিনিউয়ে র‍্যাবের মহড়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৬, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নিরাপত্তা মহড়া চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ মহড়া অনুষ্ঠিত হয়।

শুরুতেই অর্ধশতাধিক গাড়ি নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের দুই প্রান্ত প্রদক্ষিণ করেন র‍্যাব-২ এর সদস্যরা। প্রদক্ষিণ শেষে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় বিভিন্ন গাড়ি তল্লাশি করেন র‍্যাব সদস্যরা। শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নেয়। এ সময় র‍্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নেয়।

 

মহড়ায় অংশ নেয়া র‍্যাব কর্মকর্তারা জানান, ১৭ থেকে ২৬ মার্চ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দেশে আসবেন। তাদের ও উৎসব উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই এ ধরনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।

এর আগে দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে র‍্যাব কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে র‍্যাব তিনস্তরের (জল, স্থল ও আকাশ) বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদর দফতর থেকে মনিটরিং করা হবে।’

র‍্যাব ডিজি বলেন, ‘সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি মোকাবিলা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে সারাদেশে র‍্যাব নিরাপত্তা জোরদার করেছে। অনুষ্ঠান চলাকালীন ও অনুষ্ঠান শেষেও র‍্যাবের নিরাপত্তা অব্যাহত থাকবে।’

 

তিনি বলেন, ‘র‍্যাবের স্ব স্ব ব্যাটালিয়ন পর্যায়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো তথ্য পেলে র‍্যাবের কন্ট্রোল রুম ও অনলাইনের মাধ্যমেও র‍্যাবের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন। সাদা পোশাক ও র‍্যাবের পোশাকেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিভিন্ন দেশ থেকে আগত ভিভিআইপিদের নিরাপত্তায় র‍্যাবের সদর দফতর থেকে পাঁচজন অফিসার সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।’

র‍্যাব ডিজি আরও বলেন, ‘যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের ডগ স্কোয়াড, পর্যাপ্ত রিজার্ভ ফোর্স, স্পেশাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিও করা হবে। চেকপোস্টে অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তকরণে র‍্যাবের নজরদারি থাকবে। এয়ারফোর্সের এয়ার উইং ও হেলিকপ্টার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের নজরদারিতে থাকবে। বিদেশি অতিথিদের সার্বক্ষণিক প্রটেকশন টহল প্রস্তুত থাকবে।’

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি