বরিশালে মাদক মামলায় জাহানারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাহানারা সাতক্ষীরা জেলা সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহানারাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় তাকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করা হয়।
একই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন আদালতে চার্জশিট জমা দেন।
রাষ্ট্রপক্ষ সাতজনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে এ দণ্ড দেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।