রাজধানীর লালবাগ শহীদ নগর ৪ নং গলির একটি বাসা থেকে নুরুন্নাহার নুনী (২৫) নামের এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে লালবাগ থানা পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পরিতোষ চক্রবর্তী জানিয়েছেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহীদ নগরের বাসা থেকে নুনীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, ওই বাসায় স্বামী নুর আলম এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন নুনী। ঘটনার পর থেকে তার স্বামী সন্তানদের নিয়ে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নুনীকে তার স্বামীই হত্যা করে পালিয়েছে।
(Visited ৪ times, ১ visits today)