উজিরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি অফিস সভাকক্ষে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,
প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার প্রমূখ। এ সময় এনজিও এইড এর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন আভাসের জেলা প্রগ্রাম ম্যানেজার নাসরিন খানম।
বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রানী বেগম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবর সরদার, সাংবাদিক নুরুল ইসলাম, ইউপি সদস্য শেখর হালদারসহ বিভিন্ন শ্রেণি পেশার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।