শামীম আহমেদ ॥ ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতি ২০২১-২২ নব নির্বাচিত সভাপতি এ্যাড. গোলাম মাসউদ বাবলু ও এ্যাড. রফিকুল ইসলাম খোকন (মামা খোকন)কে ফুলেল শুভেচ্ছা দিয়েছে বরিশাল সমাজ সেবা প্রবেশন কর্মকর্তা গণ।
আজ বৃহস্পতিবার (৪) মার্চ দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যলয়ে পৃথকভাবে সভাপতি ও সাধারন সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানান জেলা সমাজ সেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর সমাজ সেবা প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত।
এসময় আরো উপস্থিত সাবেক সভাপতি এ্যাড, আনিস উদ্দিন শহীদ, এ্যাড, দিলিপ কুমার ঘোষ,এ্যাড রফিকুল ইসলাম সহ বিভিন্ন আইনজীবী গন।
(Visited ২ times, ১ visits today)