বরগুনার বেতাগী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের উত্তর পাশে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেনের বাসায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দুর্ধষ চরি হয়েছে।
চোরেররা ঘরের আলমিরা ভেংগে স্বর্ণালংকার নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। ঘটনার সময় বাসায় কেহ ছিল না।
থানার কাছে বাসা বাড়িতে দিন দুপুরে চুরি এ নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় ও উৎকন্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, বাসার মালিক অবসরপ্রাপ্ত বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জম হোসেনের সহধর্মিনী বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার আজ সকাল ৯ টার সময় বাসা থেকে বিদ্যালয়ের কাজে চলে যান।
এরই মধ্যে আনুমানিক সাড়ে ১১ টার সময় বাসা খালি পেয়ে আলমিরা থেকে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সাথে খবর পেয়ে আসা ওৎসুক জনতা বলেন, দিন দুপরে থানার সামনে থেকে এভাবে চুরি হলে আমাদের নিরাপত্তা নেই।
বাসার গৃহকর্ত্রী শিক্ষিকা জেসমিন আক্তার জানায়,‘ আমার আলমিরায় রক্ষিত স্বর্ণের বালা, চেইন, আংকটিসহ ৭ ভরি ওজনের স্বর্ণালংকারসহ দিন দুপরে হয়েছে।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,‘ আমরা মালামাল উদ্ধারে এবং চোর শনাক্তকরণে থানা পুলিশের সর্বাত্তক চেষ্ঠা অব্যাবহত রয়েছে।