বরেণ্য শিক্ষাবিদ, বরিশালের সর্বজন শ্রদ্ধেয় সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হানিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)।
আজ সোমবার (১মার্চ) রাত ১০ টা ১৫ মিনিটে তিনি ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ।
প্রফেসর হানিফ এর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম -এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
(Visited ৩ times, ১ visits today)