শামীম আহমেদ ॥ বরিশালে সবার জন্য ট্রান্স ফ্যাট মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত আইন করা সহ নয় দফা দফা দাবী আদায়ের লক্ষে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস্ এসোসিয়েশন অব (ক্যাব) বরিশাল জেলা শাখা।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর সদররোডে এই কর্মসূচি পালিত হয়। ক্যাব বরিশাল জেলা সভাপতি এ্যাড,হিরন কুমার দাশ মিঠুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সচেতন নাগরীক কমিটি (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, জাসদ জেলা সভাপতি এ্যাড, আব্দুল হাই মাহাবুব,রান এর নিবাহী পরিচালক রফিকুল আলম,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, বরিশাল ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, এক আজাদ, কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ।
(Visited ৩ times, ১ visits today)