বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চরমোনাই পীরের মাহফিল শুরু মুসুল্লিদের ঢল

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ২:২৫ পূর্বাহ্ণ

দেশের অন্যতম মুসলিম জমায়েত বরিশালের চরমোনাইতে বার্ষিক মাহফিল শুরু হয়েছে আজ বাদ জোহর। আগামী শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে পীরের অনুসারীরা পৌঁছেছেন।

চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম আমবয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন। মাহফিলে অংশ নিতে এরই মধ্যে কীর্তনখোলা নদীতীরের চরমোনাই মাদরাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে সমবেত হয়েছেন মুসল্লিরা।

মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ-র‍্যাবসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

চরমোনাই পীরের মাহফিলে প্রতি বছর কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারো নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।

তিন দিনের এই মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন। মাহফিল চলাকালে প্রতিদিন বাদ ফজর ও মাগরিবের পর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম মুরিদীন মুহিব্বিনের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করবেন।

তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি