বরিশাল নগরীতে মাদক বিরোধী সংগঠন ‘নিউ লাইফ’ এর উদ্যোগে অসহায়-দু:স্থদ ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ার) বেলা সাড়ে ১২টায় নগরীর উপজেলা পরিষদের সামনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ।
এছাড়া উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরি জামাল ,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিডিয়া কনসালটেন্ট সাইফ ইবনে রফিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, নিউ লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক ইনজামুল হক অন্যান্যরা ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার তিন শতাধীক অসহায় দু:স্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ প্রদান করা হয়। এবং অর্ধশত ব্যক্তিকে নগদ সহায়তা প্রদান করা হয়।