আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বরিশালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে শুরু হয়। আজ ২১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশালের অয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত
পুলিশ কমিশনার বিএমপি বরিশাল প্রলয় চিসিম, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল বরিশাল মোঃ মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল অধ্যাপক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কুতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে জেলা শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
(Visited ১ times, ১ visits today)