চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রকের দ্বারা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চীন বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ করলো।
চীন এক বিবৃতিতে জানিয়েছে, বিবিসির ওয়ার্ল্ড নিউজ চীন-সম্পর্কিত রিপোর্টে বিধিনিষেধ “গুরুতরভাবে লঙ্ঘন করেছে” যা “সত্যবাদী ও ন্যায়সঙ্গত” হওয়া উচিত। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং জাতীয় ঐক্যের ক্ষতি করেছে।
বিদেশি গণমাধ্যম হিসেবে সংবামাধ্যমটি চীনে সম্প্রচারের প্রয়োজনীয় বিষয়সমূহ পূরণে ব্যর্থ। পাশাপাশি, আগামী এক বছরের জন্যেও চ্যানেলটির সম্প্রচারের আবেদন গ্রহণ করা হবে না জানায় চীন।
এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব চীনের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, এটা ভীষণ “হতাশাজনক”।