রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
গত ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো নবান্ন উৎসব|মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এ সারা বাংলাদেশে নবান্ন উৎসব পালনের সিধান্ত নেয় মন্ত্রীপরিষদ বিভাগ|বরিশালের দুর্গা সাগরে নবান্ন উৎসবের আয়োজন করছিল|আয়োজন করে জেলা প্রশাসন,বরিশাল|সহযোগিতা করে সিটিজেন জার্নালিষ্টবৃন্দ|উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস|আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তারুজ্জামন,বিএমপি কমিশনার মোঃ রুহুল আমিন,এডিসি আহসান হাবিব,এনডিসি সুখময় সরকার,সাংস্কৃতি ব্যাক্তিত্ব,বাস মালিক সভাপতি আজিজুর রহমান,মিডিয়া সাংবাদিকবৃন্দ,সাধারন জনগন ও বিপিপি এর সিটিজেন জার্নালিষ্ট|অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান|
উৎসবকে কেন্দ্র করে শুরু থেকে জন সাধারনের মাঝে বেশ সাড়া ফেলেছে|ছোট থেকে বৃদ্ধ সকল মানুষের উপস্থিত দুর্গা সাগরকে করে আরো উৎসরমুখর|অনুষ্ঠানটি ঘেরা ছিল গ্রাম বাংলার সেই চির চেনা পরিবেশ|সাংস্কৃতি অনুষ্ঠানের শেষে সিটিজেন জানালিষ্টদের নিয়ে ৫০ হাজার সদশ্য অনুষ্ঠান হয় দুর্গা সাগরের ডিগির পাড়ে|৫০টি মোম বাতি জ্বালিয়ে স্বরন করে রাখা হয় দিনটিকে|
YouTube Link https://www.youtube.com/watch?v=J-IhzERujII#action=share