জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ধর্ম মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক দুলাল। সোমবার বিকালে পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান এস.এম জামান আব্দুন নাছের,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি জামান আবু নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সামাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক এম.কে দোলন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক ওসমান হারুনী, কোরবান আলী,কৃষিবিদ শফিকুর রহমান শিবলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সাংবাদিক রহিমা সুলতানা মুকুল, এম শফিকুর ইসলাম ফারুক, রোকনুজ্জামান সবুজ, শহিদুল ইসলাম কাজল, লিয়াকত হোসেন লায়ন, সাইদুর, আব্দুল্লাহ আল নোমান, হোসেন আলী শাহ ফকির, ইয়ামিন মিয়া প্রমুখ।