মোঃ শাহাজাদা হিরা:: আজ ৭ ফেব্রুয়ারি রবিবার বিসিএস প্রশাসন একাডেমির ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কের্সের অংশ হিসবে ৪ সপ্তাহ মেয়াদের মাঠ সমীক্ষা কার্যক্রমের জন্য বিভিন্ন ক্যাডারের ৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আজ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেন। তারা দুটি গ্রুপে ১৪ দিন জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সমিতি ইত্যাদি দর্শনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের কার্য়ক্রম সম্পর্কে ধারণা লাভ করে প্রতিবেদন প্রস্তুত করে জেলা মূল্যায়ন কমিটির নিকট উপস্থাপন করবে। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার তাদের সাথে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ভাবে ধারনা প্রদান করেন। প্রশিক্ষণার্থী ৭ জন কর্মকর্তার হলো ১ জন সহকারী পুলিশ সুপার র্যাব-১৪, ১ জন সহকারী পুলিশ সুপার ডিএমপি ঢাকা, ২ জন সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ১ জন সহকারী কর কমিশনার কর অঞ্চল-৪ ঢাকা, ১ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ময়মনসিংহ জোন, ১ জন কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিস উজিরপুর বরিশাল।
(Visited ১ times, ১ visits today)