পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা, আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের লাইব্রেীর লাইব্রেরীয়ান সোনাকুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম হাওলাদার (৬৮) বুধবার রাত ৪:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……… রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখা, পুলিশের একটি চৌকদল উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর, সাধারন সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
(Visited ১ times, ১ visits today)