ভোলায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) চলমান পি-৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুকের সঞ্চালনায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়।
এসময় জেলা কার্যালয় দর্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, জেলা পুলিশর ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সমূহ ভার্চুয়াল ভিডিওতে উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রশিক্ষণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।