লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছে ময়ূরটি প্রতিবেশি দেশ ভারত থেকে এসেছে।
হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ময়ূরটি উদ্ধার করা হয়।
ওই এলাকার বাসিন্দা জিতেন্দ্রনাথ জানান,মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেতে একটি ময়ূর দেখে সবাই তাকে ধরার চেষ্টা করে। অবশেষে সবার চেষ্টায় দুপুরের দিকে ময়ূরটিকে আটক করা সম্ভব হয়। ময়ূরটি পুরুষ আর তার ওজন প্রায় আড়াই কেজি। পাশেই ভারতীয় সীমান্ত। তাই ধারণা করা হচ্ছে ময়ূরটি প্রতিবেশি দেশ ভারত থেকে এসেছে।
এ বিষয়ে টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতিক জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আর সেখান থেকে ময়ূরটিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।’
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির জানান, ময়ুরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ময়ূরটি নিয়ে যাবে।