বুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে রয়েল সিটি হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বরিশালে রয়েল সিটি হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা অনুষ্ঠিত হয়।

আজ (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এয়ারপোর্ট (বিএমপি) থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের নিসর্গ পার্কে এর শুভ উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিআইজি তাঁর বক্তব্য বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ; মানবসেবা পরম ধর্ম।

এসময় প্রধান অতিথি মহোদয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মতো এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এতোদঞ্চলের প্রত্যন্ত এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যম্পের সেবা পেলে সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হবে। তারা খুব কাছ থেকে মেডিকেল সেবা গ্রহণ করতে পারবে। এর দ্বারা জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় মেডিকেল সেবা পৌঁছে যাবে। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদেরকেও এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের সেবায় এগিয়্র আসার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল জেলা, স্টাফ অফিসার টু ডিআইজি, বরিশাল রেঞ্জ, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি, বরিশাল, বিশেষজ্ঞ চিকিৎসক সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি